মামুন, কন্ঠের যত্ন নিস!

মামুন, weDevs এ যখন জয়েন করেছিলাম সেই তখন থেকে পরিচয়। কাজের বাইরে ওর সাথে আমার সম্পর্কটা বন্ধুত্বের। খুব দরদ দিয়ে গান গায়, আর এই কারনেই মামুনকে আমার খুব ভাল লাগে। সময়, অসময়ে, অনলাইন, অফলাইন এ যখন ই তাকে গানের রিকোয়েস্ট করি তখনই কোন রকম ভনিতা না করে গান শোনাত। পুরান ঢাকায় ওর বাসার ছাদে নিয়মিত যেতাম আড্ডা দিতে ও গান শুনতে। ২ বছর হল বিয়ে করেছে, বাবা হয়েছে এর মধ্যে। অনেক দায়িত্ব এখন, এই বয়সেই স্ট্রোক করেছে। অনেকদিন পর ওর বাসায় গতকাল গিয়েছিলাম সদ্য জন্মগ্রহন করা ওর বাচ্চাকে দেখার জন্য, অনেক ভাল লেগেছে ওর সুন্দর সংসার দেখে।

কিন্তু ওর চেহারা দেখে বুঝতে বাকি রইল না মা বাবা, নিজের সংসার, অফিস সামলাতে গিয়ে নিজের প্রতি কতটুকু অবহেলা করছে, মনে হয় না গত ২ বছর সে তার প্রিয় গিটারটা খুব ভাল করে হাতে নিয়েছে, দু-একটা গান গেয়েছে নিজের ভাল লাগা থেকে। তারপরও গতকাল প্রিয় গিটার হাতে নিয়ে আমাদেরকে গান শুনাল, মাঝে মাঝে ওর কষ্ট হচ্ছিল নিয়মিত অভ্যাস না থাকার কারনে, কিন্তু আমরা অনেক খুশি। ধন্যবাদ মামুন, কন্ঠের যত্ন নিস। তোর সাথে একান্তে আরো আড্ডা দিতে চাই।

By Mahbubur Rahman

Self Taught Programmer And Learning Enthusiast

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *