On this day last year, I finished Ironman 70.3 Bangsaen and became the first Bangladeshi to qualify for the Ironman 70.3 World Championship.

IRONMAN 70.3 World Championship 2021 Badge

On this day last year, I finished Ironman 70.3 Bangsaen and became the first Bangladeshi to qualify for the Ironman 70.3 World Championship. If all goes well, I am going to represent Bangladesh in the Ironman 70.3 World Championship to be held in September this year in USA. I am grateful to all the well-wishers including my sponsors for always being by my side. As always, your love and prayers will ignite me to move forward. Your inspiration will give me the courage to chase my dreams.

আজকের তারিখটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ন। কেননা গতবছর এই দিনে আয়রনম্যান ৭০.৩ বাংসাইন ফিনিশ করার মাধ্যমে প্রথম বাংলাদেশী হিসেবে আয়রনম্যান ৭০.৩ ওয়াল্ড চ্যাম্পিয়ানশীপ এ খেলার জন্য কোয়ালিফাই করি। সবকিছু ঠিক থাকলে এই বছরের সেপ্টেম্বর এ অনুষ্টিত আয়রনম্যান ৭০.৩ ওয়াল্ড চ্যাম্পিয়ানশীপ এ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। আমি আমার স্পন্সরসহ সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে কৃতজ্ঞ সবসময় আমার পাশে থাকার জন্যে। বরাবরের মত আপনাদের ভালবাসা এবং দোয়া আমাকে অনেক দূর এগিয়ে যেতে সহযোগিতা করবে। আমার স্বপ্ন পূরণে আপনাদের অনুপ্রেরণা আমাকে সাহস যোগাবে।

#ironman #ironman703WorldChampionship #RoadToKona

By Mahbubur Rahman

Self Taught Programmer And Learning Enthusiast

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *